মৈনাক দাসের গুচ্ছ কবিতা
দু'বছর
এতদিনের আলাপ
শুকনো বটগাছ প্রেম,
আসতে আসতে
পাথর বাটি জমা ছাই—
বছর গেছে...
পথ অতিক্রম
আরো কিছু
আমার বলা হয়নি
বেশি কথা।
দেবীমাহাত্ম্যম্
এই প্রথম জিজ্ঞেস করি
জন্ম কী ভাবে হয় ?
কী অপূর্ব জাল
ছিঁড়ে খেয়েছে মশারি
মশাগানে'র সারেগামা মা শেখায়—
শিখি , দেখি
শুশ্রূষা মাধ্যাকর্ষণ ছাড়ায়...
দূরে ভেসে আসে
গান নয়, আশা নয়....
চলছে দেবীমাহাত্ম্যম্
হেঁটে যাচ্ছে অবেলা রূঢ়ভাত
যাচ্ছে জিহ্বাকৃত আশীবিষ....
পোস্টার
পাখার আলো, আলোর হাওয়া
সব দেখতে দেখতে ছিন্ন হয়ে যাই
কিছু বলার থাকে না,
আটকে গেলে বলতে যাই
বলতে গেলে বলা হয় না আর কিছুই...
© মৈনাক দাস
অঙ্কন: ঋতুপর্ণা খাটুয়া
Comments
Post a Comment