শীলা বিশ্বাসের গুচ্ছ কবিতা : মনচেরাই


মনচেরাই




মৃতস্বর যাপন 
খুলে যায় আকাশের নীরব
তান তুলে কাহারবায়
অযুত কলহ-সমবায়
তারা খসায় দৈনন্দিন




মৈথুন শেষে স্বভাবসম্মত ঘুম
ঝোলা স্তনে তিলের ঘরবাড়ি
অমীমাংসিত পান্ডুলিপি
খুঁটে খায় এপিঠ ওপিঠ
সাধের পিঁপড়ে ভাগিদার


 ৩

কোনও প্রসঙ্গ রাখিনি
মাইল মাইল উদ্দেশ্যহীন
ক্লান্তিও ছিল না
আঘাতের দিক নির্দেশে
হাওয়া মোরগ ঘোরে


 ৪

প্রলেপ ও প্রলাপে
গান বেঁধেছ
দ্যুতি ও দয়ার শরীর
কোমল না কড়ি
কীভাবে মা ডাকবে ?


 ৫

সামান্য পাথর ভেবে
পায়ে পায়ে এনেছিলে
এখন প্রমাণে আয়তন
অকুল পাথার
কীভাবে ডিঙিয়ে যাবে ?

© শীলা বিশ্বাস

অঙ্কন : শাশ্বত বন্দ্যোপাধ্যায়
বিশেষ সহযোগিতা : ঋতুপর্ণা খাটুয়া


Comments

Popular posts from this blog

অনিন্দ্য সরকারের গুচ্ছ কবিতা : গান ছুঁয়ে ছুঁয়ে

অয়ন হালদারের পাঁচটি কবিতা

মুন্নী সেনের গুচ্ছ কবিতা : সম্বোধন