সুরজিৎ বেরার দুটি কবিতা
দাদু ও পথ
১
দাদু হাঁটে...
ঘরের মাটির দেওয়াল ধরে
দেওয়ালে আঁকে রাস্তা
জোঁকের কষাটে গমন পথ
২.
সকালে পুজোর স্বর
দাদু ফুল তোলে
তুলসী দুর্বা জবা টগর
নিয়ম করে হাওয়ার শ্লথ
তরুশ্রেণির মধ্যবর্তী পথ
৩.
দাদুর একটা লাঠি আছে
দাদু হাঁটে, লাঠি হাঁটে
মাতালের মত এদিক ওদিক
শব্দ করে ঠক ঠক
রাস্তা যায় এঁকেবেঁকে...
লাঠিটা স্থির দাঁড়িয়ে নিঃশব্দে -
দাদু ঘুমিয়ে - চিহ্নিত সরল পথ
_____________________________
সম্পর্ক
তুমি গেলে : বৃষ্টি এল
চাষী করে কৃষিকাজ
মৃতপ্রায় গাছের চেতনা
উল্লসিত প্রাণ
পাখিরা বাসা বাঁধে
রচে অম্ল গান
তবু থাকে বিষন্নতা মাটির বুকে
বিষাক্ত বিষের জ্বালা সোঁদা প্রেমের
গন্ধ শোঁকে...
© সুরজিৎ বেরা
অঙ্কন : ঋতুপর্ণা খাটুয়া
Comments
Post a Comment