গালিব উদ্দিন মণ্ডলের গুচ্ছ কবিতা : চঞ্চুবিতান


চঞ্চুবিতান


বাবুই


নির্বাণ 

পুনর্জন্মে কলমি শাকের উঠোন 


জাতিস্মর 


ক্ষণহরিৎ আকাশ 

মেঘের মাদুর বেছায় ।




চড়ুই


আরও কিছুটা ফুরসৎ 

উড়ো খই , শব, শব্দহীন   

চঞ্চুবিতান 

ওই যে ফেলে যাওয়ার কাফেলা

ডানা গুটোতে হবে আর একটু পরেই




পানকৌড়ি


সাহারার বালিঘড়ি 

জরায়ুর ভাঙা জল 

ঘূর্ণন

 রোমকূপ ছুঁয়ে নামে

মৈনাক 

ডুবো পাহাড় ,চঞ্চল ।


রাজহাঁস 


স্বপ্ন আর কবরের ভিতর 

এই যে দুটো শাদা রাজহাঁস চলে এসেছে


কবিরাজ একেই সুস্থতা কইতেছেন


দূর্বা অরণ্যে 

উড়ে আসে বাল্মীকির ব্যথা 



হামিংবার্ড


ফিঙে পাখির লেজে

ফিনিক্স পাখি দুলছে 


তৃতীয় নয়ন খুলেছে 

জাতক মঞ্জরী ।


Comments

Popular posts from this blog

অনিন্দ্য সরকারের গুচ্ছ কবিতা : গান ছুঁয়ে ছুঁয়ে

অয়ন হালদারের পাঁচটি কবিতা

মুন্নী সেনের গুচ্ছ কবিতা : সম্বোধন