দীপ্তদীপ পাণ্ডার দুটি কবিতা
আর্টারি
প্রেম সম্পর্কে আমি বেশী কিছু বুঝিনা
তবে, এটুকু বুঝি
তোমার রক্তপ্রবাহের
একটি বিন্দু
আমার ছুঁচের গোড়ায় দেখতে পেলে
অনুসন্ধান শেষ হয়।
*******************
মৃত সম্পর্কের জন্য
একটি কবরের সামনে দাঁড়াই রোজ। দাঁড়াতে হয়। আয়ুরেখা তাচ্ছিল্য করার জন্য। যে মেয়েটি মারা গেছে অনেকদিন,
সে হাত বাড়িয়ে পা চেপে ধরে। বেঁচে উঠতে চায়। শ্বাস নিতে চায়। মাঝখানে অনেক জন্ম দেখা হয়নি। লাল সুতোয় ঝুলিয়ে রেখেছিলাম শরীরটাকে। জন্ম বলতে মৃত্যুর হিসেব করো তোমারা। আমি মৃত্যু বলতে বুঝি অমরত্ব।
© দীপ্তদীপ পাণ্ডা
Comments
Post a Comment