অমিতাভ সরকারের গুচ্ছ কবিতা
মনোকর্ণিকা আকাশে জোয়ারভাটা আবরণ যুদ্ধ এ মন চলে মেঘনাদ। স্বভাবে অভাব লাগা গ্রহণে খাওয়া দাওয়া সবটাই ওষুধই। আচারের অনাচারে পৃথিবী রোদ ঝড় বৃষ্টিতে ঝামেলা রাতভোর গায়ে জামা এ শীতে। ঠান্ডাটা বেশ বেশি এখানে অসুখে না প্রাণ মান দুই যায়; জীবন গভীর ভাব আভাসে ঘুমটা দেরি সে এলে ক্ষতি কি! আমির জবানবন্দি হারিয়ে যাচ্ছি। আমাদের পথ চলা তোমায় দেখে থমকে দাঁড়ায়। কথা বলতে গিয়ে কিছু ভাবে।ভুলগুলো হুলস্থূল করে পাহাড়ের দূর উপত্যকা।পাড়ি দিই ভাবনার খুশি জলতল। গভীরতা এইখানে অনেকই। হেরে গিয়ে জিতে ফেরা এ বিজন ভালোবাসা উলুবনে মুক্ত ছড়ায়। চাওয়া পাওয়া তবু শেষ হয় না। ফিরে আসি তুমি-আমি বারবার। সব দিয়ে কিছু পাওয়া যায় না। জীবনের এই খোঁজ অধরা। কালান্তরের অস্তরাগে যাপনার রঙ্গমঞ্চে আজকে নাটকের শেষ দিন। হল ভর্তি দর্শক,শো হাউজফুল। সব টিকিট নিঃশেষিত। আসা, দেখা, পাওয়া না-পাওয়ার পাগলা ঢেউয়ের আসমানী দীঘল জলস্রোতে বইয়ের পাতাগুলো বেশ ভারী লাগছে,কথা বলছে বিকেলের রোদ খোলা কামনার শুষ্ক মেঠো বাতাস,হাত ধরছে আনন্দের পোশাকি উপকরণ,সময় নামছে আবার পথের ক্লান্ত ঘাটে।নৌকা ছাড়বে বলে...। সবাই উঠে গেছে। শুধু লেখককে আর পাওয়া যাচ