সায়্যিদ লুমরানের গুচ্ছ কবিতা
ভুলভুলাইয়া
হে নির্বোধ লুমরান,
তুমি যে গাইড ছাড়াই তাঁর হৃদয়ে প্রবেশ করেছ
এখন তো আর বেরোনোর পথ খুজে পাবে না;
মৃত্যুর ফেরেশতা ব্যতীত আর কেউ কি আছে
তোমায় বাহিরে আনতে পারে!
শুদ্ধতম প্রেম
কামের অপর নাম শুদ্ধতম প্রেমঃ
নারীর হৃদয় নয়, উৎস তার পুরুষের গোপন পৌরুষ।
প্রণয়সংক্রান্তি
আমার হৃৎপিণ্ড শুকিয়ে হলো কাঠ,
যেমনতর চৈত্রের মাঠ-ঘাট।
হে সুদূরতমা, তোমার দীর্ঘশ্বাসে-
দারুণ খরায় যাচ্ছে পুড়ে এই হৃদয়-রাজ্য-পাট।
প্রার্থনা
এখন
মানুষ হয়ে মানুষের কাছাকাছি থাকা বড় দায়,
হে ইশ্বর বরং এই বর দাও-
যেন পাখি হই, বৃক্ষের বুকেই আমার দিন কেটে যায়।
©সায়্যিদ লুমরান
অঙ্কন: ঋতুপর্ণা খাটুয়া
Comments
Post a Comment