শৌভিক আদক রুদ্রের গুচ্ছ কবিতা : অন্তর বাহির


                        


১।
সন্ধি বিচ্ছেদ করার পর বুঝেছিলাম
আমাদের মাঝের যোগচিহ্ন 
কবেই ব্যাকস্পেসে মুছে গেছে 
রাতের আলোয়
দিনের আঁধারে

২।
অ-দেখাতে যে দেখা থাকে
তা নিয়েই তৈরি হয় আমাদের চোখের মার্কসসিট
মাস্তুলে বসে আমরা চশমা পরে নিই
দূরে স্পষ্ট দেখি কে কার চোখ উপড়ে নেয়

৩।
সাপলুডো আমাদের ছোট থেকেই শিখিয়ে দেয়
কীভাবে শুধুই ওপরে উঠতে চাইতে হয়
সাপের গিলে খাওয়ার ক্ষমতা আমরা আত্মস্থ করি
অন্যদের দেখে আমাদের জিভ
সাপের মতো দুভাগ হয়ে যায়

৪।
স্ক্রিন শর্ট নিতে নিতে 
আমরা পারদের উষ্ণতা বাড়িয়ে তুলি
সিক্রেট ফোল্ডারে জমিয়ে রাখি পরমানু
শান দিই ছুরিতে
সিগারেটের ধোঁয়া ওড়ে

৫।
একাত্মতার গল্পেও বিষণ্ণতা থাকে
হোন্ডা বাইকের সামনে বসে সুদীপ বলল কথাটা
কদিন আগেই তার প্রেমিকার বিয়ে হয়েছে
রাতে মাল টেনে উদুম খিস্তি দিয়েছে প্রেমিকার উদ্দেশ্যে

একাত্মতা অনেকটা রিসাইকেল বিনের মতো
দিন যেতে যেতে আমরা মুছে ফেলি সবটা 

৬।
বাড়িতে চাল বাড়ন্ত জেনেও
যে ছেলেটা মিছিলে গলা ফাটিয়েছিল 
স্বাধীনতার পর সেই ছেলেটিই অনাহারে প্রথম মারা যায়

আকাশে উড়তে থাকে জয়ের পতাকা

৭।
শব্দ দিয়ে সুইসাইড নোট লেখা হলেও
শব্দের কোনো সুইসাইড নোট থাকে না

৮।
জানলার এপারে ওপারে দুটো দুনিয়া থাকে

রাতে আদর থেকে জেগে ওঠে চাঁদ

হাওয়ায় পর্দা ওড়ে

ঝিঁ ঝিঁ ডাকে

© শৌভিক আদক রুদ্র


অংকন : শাশ্বত বন্দ্যোপাধ্যায়

Comments

Popular posts from this blog

অনিন্দ্য সরকারের গুচ্ছ কবিতা : গান ছুঁয়ে ছুঁয়ে

অয়ন হালদারের পাঁচটি কবিতা

মুন্নী সেনের গুচ্ছ কবিতা : সম্বোধন