গুচ্ছ কবিতা : চিরঞ্জীব হালদার



প্রত্নপাঠ

আপনি যদি তেমন হন
 আপার ডেড সেন্টারে গিয়ে জিজ্ঞেস করুন
 মদীয় গ্রামটি আমলকি দিয়ে ঘেরা কিনা
ধরে নিতে পারি আপনার সৌন্দর্যের পরিধি শুরু হবে লোয়ার ডেড সেন্টার থেকে

যদি আপনার বন্ধু কালিদাস হন
যদি হালের ক্যালকুলাস পাগল ভুট্টা প্রেমিক বিনয় মজুমদার হন
এসব কথা আমার ললিত মাস্টারকে জিজ্ঞেস করতেই বলল 
তেনার শ্যালিকাটির সাথে বন্ধুত্ব পাতাতে 

এখনো আমি পিসতুতো দিদির লুডো খেলার বালক সহচরটাকে খুঁজে বেড়াই 
যদি এইসব অলিখিত প্রাকৃত প্রশ্নের উত্তর পাওয়া যায়

জানু ভেদ করে উঠে আসা মিথুন পোকাটা এখনো তাঁবু গেড়ে মগ্ন আছে অনাবৃত আলোয়
 বিগত যৌবনা সামর্থ সুন্দরীর রুমালের গিঁট ও তার কিউব রহস্য অবলোকিতেশ্বর আজ পাঠ করবেন


কলরব

মহাশূন্যতা তোমাকে প্রণাম
স্তিমিত তমিশ্রার ভেতর গূঢ় প্রাণ তোমাকে প্রণাম
পরহিতভদ্র অথচ কৃপণ আঁধার তোমাকেও আভূমি প্রণিপাত

গলিত মৃতের কাছে শকুনের লোভনীয় উড়ান
তুমিও প্রেমিকা অবতারধর্মী
তোমার ছত্র এ বিশ্বের তাপিত হলাহল
মহাশূন্যের অভ্যন্তরে জাগরুক প্রাণ ও তার
নিজস্ব বিনিময়

শূন্য আপাতশূন্য মহাশূন্য
আমি আপাতআমি মহাআমি 
ঘর দ্বার দেউল পন্থা হট্ট শকট
আমি আমি মহাআমি স্মার্ত গন্তব্য

হে মহাগন্তব্য অলীক চিত্র
শূন্যতাহীন এক ত্রকটি স্থির কলরব




স্বপ্ন

নিশি ঘনীভূত হলে আমরা মিলিত 
অপার্থিব মঞ্জুল মহাকারুণিক
লিখিত ইতিহাস কি শেষ সত্য তবে
অঘোর বৈরাগ্য চলে অযৌন দিক

মনোজগৎ খন্ডজগৎ তথ্যজগৎ সার
চূড়ান্ত সত্য মানুষ ধীচিন্তন মানুষ
চরিত্র হাতের পুতুল নারী অর্ধ ভাগ
এই অর্থ এই ভন্ড পুড়ে কৃষ্ণ তুষ

তথাপি এ কান্তিপুরে সন্ধিক্ষণ বাঁচে
আমাদের গৃহে যত কানি কাঞ্চন আছে
দারুময় মনসানু দুধের সন্তান
সমস্বরে দিতে পারি নারীটা কাছে

পাখি সব করে স্তব ঘনীভূত নিশি
আত্মা যদি রাক্ষস হয় দেহ হয় শিশি
বিরল বৈদিক ক্ষেতে লব্ধ উষা দিন
'স' যদি 'হ' হয় ঋ-কার কি ঋষি


©চিরঞ্জীব হালদার

পোস্টার:  ত্রিবিন্দু



Comments

Popular posts from this blog

অনিন্দ্য সরকারের গুচ্ছ কবিতা : গান ছুঁয়ে ছুঁয়ে

অয়ন হালদারের পাঁচটি কবিতা

মুন্নী সেনের গুচ্ছ কবিতা : সম্বোধন