গুচ্ছ কবিতা : বন্যা বন্দ্যোপাধ্যায়


পোট্রেট


শুধু তোমার জন্যই আমি গভীর রাত পর্যন্ত জানলাটা খুলে রাখি।
পড়ার অছিলায় বই,বইয়ের আড়ালে মোবাইল।সাইলেন্ট। শুধু তোমার জন্যই পরিশ্রান্ত মা কে মিথ্যে আশ্বাস দিই,বাবাকে বিশ্বাস।

একটু স্পর্শের আবদারে ,অলীক স্বপ্নের জাল বুনতে বুনতে তোমার সাইকেলে চড়ে বসি। পেরিয়ে যাই পাহাড়,নদী সমুদ্র।কিছুতেই বলা হয়ে ওঠেনা আমাদের ঘরে রোজ ভাত হয়না। বাবার প্রেসারের ওষুধ টা দুদিন হলো নেই। তবু তিনি সারা দুপুর পরের জমিতে ধান বোনেন।
মায়ের পুরনো মেশিন। আধুনিক ডিজাইন আসেনা! এসব জানা সত্বেও জানলার পাশে বসে শুধু তোমারই জন্যে আমি আমি সাক্ষী হীন জোনাকী র মাঠ হই।ওখানে আমাদের স্বপ্ন হারাবার ভয় নেই।


ষড়যন্ত্র

ছড়িয়ে পড়ছে চক্রান্তের মত মেঘ
সে কাহিনী ঘেঁটে ঘেঁটে কালো আরো 
যমুনার জল।
হীরামন পাখি রে! এমন আচ্ছন্নের চাঁদ
মায়াবী জ্যোৎস্নার আলো চেরা শিৎকারে
গুটিয়ে তুলছে জাল 
তরুণ নিষাদ।পোড়া প্রেম! বয়েস মানো না।
বাঁশি তে আজও বিষ। সংসার হারা মেয়ে এখনো বোঝ না।



 রাতের আখর

আসি বলে চলে যাওয়া আলো
পেছন ফেরে না।
গাঢ় হয় ছায়া! পাখিদের গায়ে।
ঘর কি আপন হয় কারো!
ঠিকানা বদলায়।
বৃদ্ধ আশ্রম জুড়ে অবসন্ন রাত শুধু
কেটে কেটে যায়।

© বন্যা বন্দ্যোপাধ্যায়

অঙ্কন : ঋতুপর্ণা খাটুয়া


Comments

Popular posts from this blog

অনিন্দ্য সরকারের গুচ্ছ কবিতা : গান ছুঁয়ে ছুঁয়ে

অয়ন হালদারের পাঁচটি কবিতা

মুন্নী সেনের গুচ্ছ কবিতা : সম্বোধন