অরিত্র দ্বিবেদীর গুচ্ছ কবিতা : ১৩ পার্বণ


১৩ পার্বণ

ভালো আছো?

উত্তরের অপেক্ষা করিনি।

খুঁটে খাব, জীবন!
আমি তো পাখি নই।

কালবৈশাখী কাঁপছিল দূরে 
আমার হাতে ধরা ছিল কিছু আশুত পাতা।

কাল ঘুমিয়েছ একমনে।
তবে, স্বপ্নে কেঁপে কেঁপে উঠছিলে কেন?

উদাসী হাওয়ার বিকেল।
স্টেশনে একটাও লোক ছিলনা।

শুকিয়ে গেছে, কাঁটার খোঁচা, বুকের দাগ
"ডিপ্রেশনের বাংলা জানি, নিম্নচাপ!"

তোমার কেনা বইয়ে মুখ ডোবালাম
তুমি লাইব্রেরির দিকে উঠে চলে গেলে।

জঙ্গলের মাঝে থমকে দাঁড়ালে;
'হ্যাঁ, আমিই ডেকেছি তোমায়'।

খাটে কয়েকটা শব্দ ছড়িয়ে আছে।
খাতায় লেখা শব্দদের দলে তোমার মুখটা হারিয়েছি।

১০
লেখা কবিতার ওপর শকুন এসে বসল।
কবি একটা দীর্ঘশ্বাসে ellipsis বসালো।

১১
মানুষ চেনার বদ অভ্যাস আমার নেই, জানো?
শুধু অ্যান্ডি ওয়ারহোলের ছবিতে তোমার একটা মুখ দেখেছি।

১২
কথার পিঠে কথা নয়
অপেক্ষা লেগে থাকে।

১৩
মানুষ থেকে ছিটকে এসে আমি আর বাস্তবতা মুখোমুখি বসি।
হাতে ধরে ওকে ভাবতে শেখাই।
আমার কাঁধে মাথা রেখে, কান্নায় ভেঙে পড়ে ও।

© অরিত্র দ্বিবেদী

অঙ্কন : ঋতুপর্ণা খাটুয়া 



                                      

Comments

Popular posts from this blog

অনিন্দ্য সরকারের গুচ্ছ কবিতা : গান ছুঁয়ে ছুঁয়ে

অয়ন হালদারের পাঁচটি কবিতা

মুন্নী সেনের গুচ্ছ কবিতা : সম্বোধন