শিরোনামহীন চারটি কবিতা: অণুষ্কা আচার্য্য

শিরোনামহীন চারটি কবিতা 
এক

এক অপার্থিব ঔজ্জ্বল্যের নীচে বসে আছি,
আলোতে ভেসে যাচ্ছে আমার হৃদয়;
নাকি পুনরুত্থিত বাসনার তোড়ে?

দুই

এই মাত্র কাটা খেলো একটা ঘুড়ি।
আসলে তো ঘুড়ি নয়,আমার যাবতীয় প্রত্যাশা।
এখন তাদের আর খুঁজে পাওয়া যাবে না আলাদা করে কোথাও,
এক্ষুনি মিশে গেল জীবনের সাথে

তিন

জীবন বয়ে নিয়ে চলে জীবনকে,
হৃদয় বয়ে নিয়ে চলে আপনাকে
আর আমি বয়ে নিয়ে চলি পাপবোধ।
আমার এইটুকু আছে।

চার

এসবই আপনাকে দেবো।
মৃত্যুচেতনা আমায় সংযমী করে,
আমি দীর্ঘকাল বসে থাকতে পারিনা।
আপনি আমায় স্থবিরতা দেবেন?

 © অণুষ্কা আচার্য্য

অঙ্কন:  শাশ্বত বন্দ্যোপাধ্যায় 



Comments

Popular posts from this blog

অনিন্দ্য সরকারের গুচ্ছ কবিতা : গান ছুঁয়ে ছুঁয়ে

অয়ন হালদারের পাঁচটি কবিতা

মুন্নী সেনের গুচ্ছ কবিতা : সম্বোধন