মুন্নী সেনের গুচ্ছ কবিতা : সম্বোধন
সম্বোধন
১
কবিতা লিখি না আর
কবিতা- ইদানীং যেন বালির ঘর
লিখতে চাইলেই ভেঙে পড়বে ঝুরঝুর করে
তবুও
কোনো কোনো রাতে জল বাড়ে নিঃশব্দে
হঠাৎ কেউ আপনি থেকে নেমে আসে তুমিতে
আর পৃথিবী ভেঙে পড়ে ঝুরঝুর করে
আধখাওয়া ভাতের থালার মত
আমাদের অসমাপ্ত কথা পড়ে থাকে- একা-
তুমি সুখী আমি সুখী
আমাদের কথাবার্তা টানটান জামা গোঁজা ফুলবাবু
নিচের দিকে বোতাম নেই
ঢেকে রাখি
যেমন করে কেউ কেউ
আধখাওয়া ভাতের থালা ঢেকে রাখে সযত্নে
প্রেম মাছির মত ঘুরে ঘুরে ঘুরে ঘুরে
ফিরে যায়...
২
কবিতা লিখি না আর
সোজা কথা সোজাভাবে বলার সাহস চলে যাচ্ছে
এখন শুধু হাহা হিহি আর মাঝে মাঝে ফেরার পথে মাংস কিনে ঘরে ফেরা
মাইরি বলছি, কবিতা লেখার থেকে ঢের ভালো
চোখে পোকা ঢুকে যাওয়ার মত কারো কারো সম্বোধন বিঁধে থাকে
সারারাত জেগে
কথা বলতে বলতে ভাত ঠাণ্ডা হয়ে আসে
কথা বলা মানে কবিতা লেখা
যাদের কবিতাকে ডালভাতের ঝক্কি পোহাতে হয় না
আমি চাই তাদের লেখার পাশে মোমবাতির নীরবতা
যেটা বলতে চাইছি, কারো কারো সম্বোধন শিউলি ফুলের থেকেও নরম
সকাল পর্যন্ত গন্ধ থেকে যায়
সকালের পর দুপুর
দুপুর হলে ডালভাত
দুপুর হলে কবিতা আমার মৃত জ্যেঠিমা
শরীরময় বাসি শিউলি ফুলের গন্ধ
© মুন্নী সেন
অঙ্কন: ঋতুপর্ণা খাটুয়া
Comments
Post a Comment