চারটি কবিতা : সংবেদন চক্রবর্তী
প্রতিটি চেয়ার কথা বলে
প্রতিটি চেয়ার কথা বলে চেয়ারেরা কথা বলে
চেয়ারেরা কথা শোনে প্রতিটি চেয়ার কথা শোনে
তার উপরের তার উপরের তার উপরের
আত্মতুষ্টি লেখা হয় আহাম্মক দেশাত্ম টেবিলে
সমস্ত মানুষ জানে কোনখানে কার শিরদাঁড়া
সেগুন শিরীষ এক জীবনে কিছুই জানল না।
-----------------------------------------------
হালচাল
চাঁদের উপমা চাঁদ, ডুবে যায় গভীর জঙ্গলে
সংজ্ঞাহীন অপরাধ মাত্রা ছাড়ায় কক্ষপথ ঘুরে
নতুন শহর ঢেউ তোলে কোমর দুলিয়ে যায়
ধানের জমিতে কান্না কান্না গান বারুদের স্তুপ
কোথায় দাঁড়াব বলো? মিলেমিশে যায় রক্ত স্রোত
পাখিরা ডাকে না আর স্নেহাতুর আদরের গান
ধীরে ধীরে তৈরি হয় উৎসুক জনতার ক্রোধ
জন্ম ছোট হয়ে আসে বয়সের কথা ভাবলেই।
----------------------------------------------
একটি সূর্যাস্তের গল্প
দু'কলম ছেলেটি লিখতে চেয়েছিল
ভীষণ বাঁধানো এক সূর্যাস্তের গল্প
তারপর সূর্য উঠল সূর্য ডুবল, পশ্চিমআকাশে
অশ্বত্থ গাছের পাশে সুজাতার সূর্যমুখী বাড়ি
বেশ স্পষ্ট প্রতিবিম্ব ছেলেটির ভেঙে পড়া ঘরে
বাড়িতে বিধবা মা ও তাদের সাধের ঘরখানি
সান্ধ্যকালে ঘর থেকে দুটো ছুঁচো ফিরে যায়
খাবারের খোঁজে
মধ্যরাতে বাইপাসের ধারে খুন হয়ে যায়
গৌতম বুদ্ধর ঝলসানো চাঁদ
সুজাতার অশ্রুকণায় ছেলেটির খাতা ভিজে যায়
দু'কলম ছেলেটি লিখতে চেয়েছিল
ভীষণ বাঁধানো এক সূর্যাস্তের গল্প...
---------------------------------------------
কবিতা লেখার আগে
জল মেপে মেপে এগোচ্ছে তরুণ তুর্কি
বৃষ্টি ভেজা সন্ধ্যেবেলা শান দিচ্ছে নিজেকে
নিজেই
তিন ফুটে এক গজ পচাদার চায়ের দোকান
কাপ প্লেটে আত্মসমালোচক থাকে না।
তিনমাথা মোড়ে নিশি কালীপুজো
ডেসিবেল মেপে দিয়ে গেছে সরকার
শ্যামা সংগীত বলতে সেই রামকুমার আর
পান্নালাল
পাড়ার ছেলেরা কিন্তু আজ মা-দরদী ফিপটি
আপ...
© সংবেদন চক্রবর্তী
অঙ্কন: শাশ্বত বন্দ্যোপাধ্যায়
Comments
Post a Comment