মনোজ দের গুচ্ছ কবিতা : প্রিয় ভুল, তোমাকে



প্রিয় ভুল, তোমাকে

১.
এই দোষারোপ ভালো 
যেন নিজ হাতে সঞ্জীবনী তুলে আনা
তারপর ব্যথার উপর, সমস্ত অবিশ্বাসের উপর
মেলে ধরবে তাকে। পেছনে কান্নার লুপ

আত্মপক্ষ সমর্থন নয়, তবু শোনো
তেমন তো কণ্ঠ নেই আর
যাবতীয় ভুল, তোমাকে ধারণ করে
শ্যামবর্ণ ছেলে অকস্মাৎ হয়ে উঠবে নীল



২.
এতদিন নির্লিপ্ত বাগান বলে যা জেনেছি
সমস্তই ভুল। আজ এই মহার্ঘ্য স্বীকার করি

অভয়ারণ্য সম্পর্কে তোমার আপত্তি জানি
গতকাল জেনেছি, তোমার পোষা বেড়ালের কথা
দুঃখ পেয়েছি তোমার অর্কিডের মৃত্যু শুনে

কী যেন রেখেছ নতুন বাড়ির নাম?
যদিও এসব প্রাসঙ্গিক নয়, তবু বলি
ব্যালকনিতে খানিক ফুলেরগুচ্ছ, পোষা বিড়াল, ও বিদেশি কুকুর
বড়জোর সামাজিকতা, সহমর্মিতা কখনোই নয় 



৩.
অন্ধকারেও ভীষণ শুভ্র
দূর থেকে চিনে ফেলি তাই
—এইসব দোষ বলে মনে হয় আজকাল

বয়ঃসন্ধির ব্রণর মতোই বিব্রত হও
আমি সেই জরাসন্ধ ড্রাগ
কোনো একদিন মলম ভেবে ভুলবশতঃ জড়িয়েছিলে তুমি




৪.
অমঙ্গল বলে সত্যিই কিছু কি নেই
ফলের দোকানে দেখা হয়ে যায় তবু
নিজেকে আড়াল করো 
আর আমি পুজো ভুলে, প্রার্থণাগৃহের কথা ভুলে
তোমাকেই ভেবে নিই মুদ্রা

দোষ নেই প্রিয়, এতে কোনও দোষ নেই
তুমি যাকে দুর্ঘটনা ভাবো, আমি তাকে ভেবেছি সাক্ষাৎ




৫.
পানি শব্দের চল এখানে নেই — ঠিক তেমনই তোমার কাছে আমি। বন্ধুর কবিতা পড়তে গিয়ে তোমাকে মনে পড়ে। আড্ডায় হঠাৎ চোখ পড়ে যাওয়া কোনও দীর্ঘ চুলের মেয়েকে দেখে তোমাকে মনে পড়ে। কাউকে নিচু স্বরে কথা বলতে দেখলে তোমায় মনে পড়ে। এই অস্বস্তি লুকোতে পারি না। তুমি তো বড়ো শহরের চোরাগলি সমস্তই চিনে ফেলেছ। আমাকে ডাকো একবার। হাত ধরো। দুহাজার আঠেরোর মতো দূরে ঠেলে দাও

© মনোজ দে
অঙ্কন: শাশ্বত বন্দ্যোপাধ্যায়

Comments

Post a Comment

Popular posts from this blog

অনিন্দ্য সরকারের গুচ্ছ কবিতা : গান ছুঁয়ে ছুঁয়ে

অয়ন হালদারের পাঁচটি কবিতা

মুন্নী সেনের গুচ্ছ কবিতা : সম্বোধন