Posts

Showing posts from April, 2023

অরিত্র দ্বিবেদীর গুচ্ছ কবিতা : ১৩ পার্বণ

Image
১৩ পার্বণ ১ ভালো আছো? উত্তরের অপেক্ষা করিনি। ২ খুঁটে খাব, জীবন! আমি তো পাখি নই। ৩ কালবৈশাখী কাঁপছিল দূরে  আমার হাতে ধরা ছিল কিছু আশুত পাতা। ৪ কাল ঘুমিয়েছ একমনে। তবে, স্বপ্নে কেঁপে কেঁপে উঠছিলে কেন? ৫ উদাসী হাওয়ার বিকেল। স্টেশনে একটাও লোক ছিলনা। ৬ শুকিয়ে গেছে, কাঁটার খোঁচা, বুকের দাগ "ডিপ্রেশনের বাংলা জানি, নিম্নচাপ!" ৭ তোমার কেনা বইয়ে মুখ ডোবালাম তুমি লাইব্রেরির দিকে উঠে চলে গেলে। ৮ জঙ্গলের মাঝে থমকে দাঁড়ালে; 'হ্যাঁ, আমিই ডেকেছি তোমায়'। ৯ খাটে কয়েকটা শব্দ ছড়িয়ে আছে। খাতায় লেখা শব্দদের দলে তোমার মুখটা হারিয়েছি। ১০ লেখা কবিতার ওপর শকুন এসে বসল। কবি একটা দীর্ঘশ্বাসে ellipsis বসালো। ১১ মানুষ চেনার বদ অভ্যাস আমার নেই, জানো? শুধু অ্যান্ডি ওয়ারহোলের ছবিতে তোমার একটা মুখ দেখেছি। ১২ কথার পিঠে কথা নয় অপেক্ষা লেগে থাকে। ১৩ মানুষ থেকে ছিটকে এসে আমি আর বাস্তবতা মুখোমুখি বসি। হাতে ধরে ওকে ভাবতে শেখাই। আমার কাঁধে মাথা রেখে, কান্নায় ভেঙে পড়ে ও। © অরিত্র দ্বিবেদী অঙ্কন : ঋতুপর্ণা খাটুয়া                                        

ভালো থেকো নিশীথ অবশেষ— পর্ব ১০: জয়দীপ চট্টোপাধ্যায়

Image
ভালো থেকো নিশীথ অবশেষ— পর্ব ১০: জয়দীপ চট্টোপাধ্যায় 'একি! তুমি এখানে?' কাউকে অপ্রত্যাশিত ভাবে, অপ্রত্যাশিত স্থানে এবং সময়ে হঠাৎ দেখতে পেলে যা হয়। ঠিক এইভাবে একটা পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য কৃষাণু একেবারেই প্রস্তুত ছিল না। ক্লায়েন্ট ভিজিটে অন্য শহরে একাধিকবার গেছে। বিদেশী ক্লায়েন্টদের সঙ্গেও বিজনেস মিটিং-এ গেছে কোনো ডেলিভারি হেডের সঙ্গে। সব সময়ে সেসব সাক্ষাৎকারের গতি-প্রকৃতি যে খুব অনুকূল থাকে, তা নয়। কিন্তু এরকম কিছু ঘটবে... জানা থাকলে এখানে আসতই না কৃষাণু। একটা স্বাভাবিক দিন ক্রমে কেমন অস্বাভাবিক থেকে অস্বাভাবিকতর হয়ে উঠল। হঠাৎই রোদঝলমলে দিনে যেমন দুর্যোগ ঘনিয়ে আসে। কেন যে হঠাৎ কৃষাণুর এত বছর পর মনে হল চাকরির জন্য এই অফিসে অ্যাপ্লাই করার কথা! কাউকে না জানিয়ে... কারো সঙ্গে কনসাল্ট না করে ইন্টারভিউ দিতে চলে এলো। এমন হাইকের আর অনসাইটের প্রলোভন তো নতুন নয়! ক্যান্ডিডেটদের কেমন অস্বাভাবিক ভিড়... একটাই পদের জন্য? চেনা মুখও দেখা যাচ্ছে। সকাল থেকে এসে বসে আছে সবাই। স্ক্রিনিং আর প্রস্তুতি থাকা সত্ত্বেও ভেতর থেকে মুখোমুখি সাক্ষাৎকারের ডাক আসেনি তাদের। কেউ কেউ ফাইল দিয়ে ম